গাজীপুরে ০২ কেজি গাঁজা সহ ০১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১
খবরের সময় ডেস্ক:
র্যাব-১,স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে,জিএমপি, গাজীপুর সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে।উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জিএমপি,গাজীপুর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর সাকিনস্থ জনৈক শাহজাহানের বাড়ী মা মঞ্জিলের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১) মোঃ শফিকুল ইসলাম(৪২),পিতা-মৃত আবুল হাসেম,মাতা-মোসাঃ ছকিনা বেগম,সাং-ভারচড়া,থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর’কে গ্রেফতার করা হয়।আসামীদের দখল হইতে ০২(দুই) কেজি গাঁজা এবং নগদ ৫৫০/-টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে,সে দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন স্থানে ভাসমান থেকে গাঁজা ক্রয় বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার অপরাধ করিয়াছে।